বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রী দায়িত্ব এড়াতে পারেন না বেল মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনায় উনি (অর্থমন্ত্রী) জড়িত না থাকতে পারেন, তবে দায়িত্ব এড়াতে পারেন না। সরকারের মন্ত্রী হয়ে তার তো কিছু দায়িত্ব আছে। তার উচিত ছিল পদত্যাগ করা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাময়িকী ফরচুন বিশ্বের মহান ৫০ নেতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দশম স্থান দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, যদি এ দেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য মহান নেতা হিসেবে বিবেচনা করা হয়, তা হলে আমাদের আপত্তি নেই। তবে কি কারণে উনি দশম স্থান অধিকার করলেন তা আমাদের জানতে হবে।
ইউপি নির্বাচনে সমালোচনা করে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, যে নির্বাচন হলো তাতে তো ভোট হয়নি, হয়েছে বোট (নৌকা) মার্কা নির্বাচন। আর এ নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দীনের বিচার একদিন বাংলাদেশের মাটিতেই হবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশের) সভাপতি আব্দুল হাই সিকদারের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন গাজী ও ডিইউজে সহ সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব