রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জসিম নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার আলতাফ হোসেনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকার ছাতি মসজিদের পাশে পয়ঃনিষ্কানের কাজ করছিলেন জসিম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/শরীফ