কুমিল্লার চান্দিনায় বালুবাহী ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন গাড়ির চালক ও অপরজন হেলপার বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী বালুবাহী ট্রাকটির (ঢাকা-ন-২২৭৮) সামনের একটি চাকার ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে ট্রাকে আগুন ধরে যায়। এতে আগুনে পুড়ে ট্রাকের মধ্যে কয়লা হয়ে যায় ট্রাকের চালক ও হেলপার।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস.আই কাজী মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। নিহতের মরদেহ চেনার উপায় নেই। পরিচয় জানার চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব