বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলাম।
শুক্রবার জুম্মার নামাজের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতের কয়েক হাজার কর্মী এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ শেষে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়, সানারপাড়, মৌচাক ও সাইনবোর্ড এলকায় পৃথক পৃথক ভাবে তারা বিক্ষোভ মিছিল করে।
শুক্রবার বাদ জুম্মার সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ মিনার মসজিদ থেকে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আতিকুর রহমান নান্নু মুন্সীর নেতৃত্বে প্রথম বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি শিমরাইল ইউটার্ন হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক টার্মিনালের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে শেষ করা হয়। এসময় বিক্ষোভ মিছিলে কয়েক হাজার লোক অংশ নেয়। সংক্ষিপ্ত এ বিক্ষোভ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব অধ্যাপক মাবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সামসুল আলম বাদল, সাধারণ সম্পাদক মুফতী মাসুম বিল্লাহ ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মোঃ বিল্লার হোসেন প্রমূখ।
পরবর্তীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় হেফাজতে ইসলামের কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে। এছাড়াও মাদানীনগর মাদ্রাসা থেকে হেফাজতে ইসলাম নেতাকর্মীরা মিছিল বের করে মহাসড়কের সানারপাড় দিয়ে মৌচাক হয়ে পুনঃরায় মাদানী নগর মাদ্রাসা এলাকায় গিয়ে শেষ করে।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন