কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে মহানগর ছাত্রলীগ।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক, ছাত্রলীগ নেতা মইনুল ইসলাম ফয়সাল, সজল দাস অনিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন