সিলেট জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমদকে র্যাব-৯ এর একটি দল ধরে নিয়ে গেছে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত র্যাব-৯ এর পক্ষ থেকে সাঈদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ফলে সাঈদের গ্রেফতার নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
ছাত্রদল নেতা সাঈদ আহমদের বড় ভাই অধ্যাপক ফরিদ আহমদ জানান- শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন যুবক উপশহরস্থ স্প্রিং টাওয়ারে সাঈদের বাসায় যান। তারা নিজেদেরকে র্যাব-৯ এর সদস্য পরিচয় দেন। র্যাব-৯ এর পরিচয়পত্র দেখিয়ে তারা সাঈদ আহমদকে বাসা থেকে ধরে নিয়ে যান।
সাঈদ আহমদকে র্যাব ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছেন বলে জানিয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ।
র্যাব-৯ এর পরিচালক (মিডিয়া) ফখরুল ইসলাম বলেন- জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদকে গ্রেফতারের কোন অফিসিয়াল তথ্য তার কাছে নেই।
দলীয় সূত্রে জানা যায়- জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে তিনি জামিনে রয়েছেন। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন