রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় জুবায়ের হোসেন (২৫) নামে গামেণ্ট শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জুবায়ের নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় থাকতেন। তিনি সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পথচারী ও প্রত্যক্ষদর্শী মাইনুল ইসলাম জানান, বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় অসচেতনতায় ট্রেনের ধাক্কায় আহত হন জুবায়ের। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব