কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচার দাবিতে শুক্রবার বিকালে নগরীর কান্দিরপাড়ে সাংস্কৃতিক কর্মী, সুধী সমাজ ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সন্ধ্যায় নগরীর টাউন হলের সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে তনু হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জেলা প্রশাসক মো.হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, এবিষয়টি নিয়ে আন্তরিক থাকার কারণে এ জরুরি সভা ডাকা হয়েছে। আশা করি দ্রুত প্রকৃত খুনিদের শনাক্ত করতে পারবো। তিনি আরও বলেন, তনু সংস্কৃতি কর্মী ছিলো। বেঁচে থাকলে সে হয়তো স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে।
এ সময় পুলিশ সুপার বলেন, তনু হত্যার বিষয়ে তদন্ত চলছে। তাদের তদন্তের জন্য যৌক্তিক কিছু সময় দিতে হবে।
এসময় ডিজিএফআই‘র কর্মকর্তা কর্নেল সাজ্জাদ হোসেন, বিডিআর ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোখলেছুর রহমানসহ র্যাব ও এনএসআই'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব