হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৮ কার্টন অবৈধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুক্রবার এসব সিগারেট জব্দ করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান।
তিনি জানান, মো. ফারুক নামের এক যাত্রী কুয়েত থেকে কোরিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কেই-২৮৩) ঢাকায় পৌঁছায়। তার লাগেজে তল্লাশি চালিয়ে সিগারেটের কার্টনগুলো জব্দ করা হয়। ফারুকের বাড়ি চট্টগ্রামে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ, ২০১৬/মাহবুব