রাজধানীর চকবাজার থানাধীন হোসনী দালান এলাকার একটি ভবনের ছাদ থেকে পড়ে কালাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমার রশীদ তালুকদার জানান, কালাম ওই এলাকার মাদকবিক্রেতা মনি বেগমের স্বামী। তিনি নিজেও মাদক বিক্রির সঙ্গে জড়িত ও মাদকসেবী ছিলেন। মাদকবিরোধী অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন