দেশে জঙ্গিবাদ বলতে বিশেষ কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ এরশাদ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার সকালে সাভার স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এরশাদ বলেন, দেশে জঙ্গিবাদ বলতে বিশেষ কিছু নেই। যা ঘটছে তা সবই সন্ত্রাসী কর্মকাণ্ড। এর সঙ্গে রং দিয়ে জঙ্গিবাদ বলা হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৪৫ বছর পার হলেও এখনও দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারেনি। রাজনৈতিক দলাদলির কারণেই দেশ পিছিয়ে পড়েছে।
শ্রদ্ধা জানানোর সময় এরশাদের সঙ্গে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৬/মাহবুব