চট্টগ্রামে মাইক্রোবাস চাপায় দুই কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় সালমা আকতার নামে মানসিক ভারসাম্যহীন এক নারী আহত হয়েছেন। শনিবার ভোর রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ওসি শাহজাহান কবির বলেন, কক্সবাজার থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা ডাস্টবিনে ঢুকে পড়ে। এসময় ডাস্টবিনের মধ্যে কাগজ কুড়াতে থাকে দুই কিশোর এবং এক নারী আহত হন। তাদের মধ্যে আবদুল মান্নান এবং অজ্ঞাতনামা কিশোরটি মারা যায়। মারাত্মক আহত সালমাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৬/মাহবুব/ রশিদা