স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে। পুস্পস্তবক অর্পণের মাধ্যমে হৃদয়ের গভীর থেকে বিনম্র শ্রদ্ধা জানান মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। রাত ১২টা এক মিনিটে নগরীর ভুবনমোহন পার্ক, রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারসহ অন্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন।
ভুবন মোহন পার্কে শ্রদ্ধা নিবেদন করেন সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত আসনের এমপি আখতার জাহান, জেলা ও নগর আওয়ামী লীগ, জাসদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, জাতীয় পার্টি। রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানায় নগর বিএনপি, রাজশাহী কলেজ প্রশাসন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ নানান সংগঠন।
রাজশাহী কোর্ট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন সংগঠন।
বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৬/ রশিদা