চট্টগ্রামে ওয়াজ মাহফিলে বিতর্কিত বক্তব্যের জের ধরে কওমী-সুন্নী মতাদর্শীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের দক্ষিণ মেখল এলাকায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘কিছুদিন আগে সুন্নী মতাদর্শীরা একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে। ওই মাহফিলে কওমী মতাদর্শীদের বিপক্ষে যায় এমন কিছু বক্তব্য রাখেন সুন্নী আলেমরা। ওই ওয়াজের পাল্টা হিসেবে শুক্রবার রাতে ওই এলাকায় কওমী মতাদর্শীরা আরেকটা ওয়াজ মাহফিলের আয়োজন করে। ওই মাহফিলে একটি বক্তব্যের জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
মেখল ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘হুজুরের একটি বিতর্কিত মন্তব্যের জের ধরে সংঘাতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।’
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৬/শরীফ