স্বাধীনতা দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
চন্দনাইশ উপজেলা সদরের সিএনজি স্টেশন এলাকায় স্বাধীনতার দিবসের প্রথম প্রহর এবং শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের পর আওয়ামী লীগের নেতা কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু আহমদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষ ফের সংঘাতে জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে মহাসড়কে ব্যারিকেড দেয় তারা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৬/ রশিদা