রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আবু বকর জয় (২০) নামে মটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই মটরসাইকেল আরোহী অপর দুই তরুণ।
শনিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বকর জয় সবুজবাগ বাসাবো কদমতলা এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। আহত দু'জন হলেন আল জুবায়ের শুভ ও রেদাওয়ান আহমেদ।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী নয়ন কুমার সাহা জানান, রাতে মোটরসাইকেলযোগে তিন তরুণ খিলগাঁও ফ্লাইওভার দিয়ে বাসাবোর দিকে যাচ্ছিলেন। আকস্মিকভাবে ফ্লাইওভারের আইল্যান্ডে ধাক্কা খেয়ে তিনজনই গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আবু বকর জয়কে মৃত ঘোষণা করেন। বাকি দু'জন ঢামেকে এখনও চিকিৎসাধীন।
নিহত জয়ের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৬/ এস আহমেদ