মা-মেয়ে হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদী আবু রায়হান আরজুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার ময়নাতদন্ত শেষে রায়হানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে কারা কতৃপক্ষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম বলেন, শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আরজু। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৪ মার্চ ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় রেজিয়া বেগম (৫০) ও তার মেয়ে সায়মা নাজনীন নিশাতকে (১৬) কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন রেজিয়ার স্বামী রেজাউল করিম একটি মামলা দায়ের করেন। পরে ডিবির একটি দল ঢাকা থেকে নিশাতের কথিত প্রেমিক আরজুকে এবং নগরীর খুলশী থানার পাঞ্জাবী লেইন থেকে শহীদকে গ্রেফতার করে। একই বছরের ২৫ মে গ্রেফতার দুই আসামি আরজু ও শহীদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। ৩০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গত বছরের পহেলা অক্টোবর ফাঁসির রায় ঘোষণা করেন আদালতের বিচারক।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৬/ এস আহমেদ