বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একশ মণ জাটকাসহ অবৈধ পাইজাল ও কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার দিনগত রাতে ভাষানচর এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরবর্তী অংশে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ডের গোয়েন্দা স্টাফ আবদুর ছত্তার।
তিনি বলেন, অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মঞ্জুরুল আলম অভিযানের নেতৃত্ব দেন। সকালে মৎস অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৬/মাহবুব