রাজশাহী মহানগরীতে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা এক ঠিকাদারের বাড়িতে হামলা চালিয়েছে। এসময় তারা কয়েক রাউন্ড গুলিও ছুঁড়েছ। তারপর লুট করে নিয়ে গেছে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেটসহ প্রায় লাখ টাকার পণ্য। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকায় ঠিকাদার রাকিব সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
রাকিব সরকার জানান, লক্ষ্মীপুর এলাকায় মেসার্স রাশেদা এন্টারপ্রাইজ নামে তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে। তিনি লক্ষ্মীপুর এলাকায় ল্যাব এইডের নির্মাণাধীন ভবনে ইট ও বালুসহ অন্য নির্মাণ সামগ্রী সরবরাহ করেন। এ কারণে গত কয়েকদিন থেকে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ তার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সন্ত্রাসীরা রাকিব সরকারের চেম্বারে গিয়ে চাঁদার টাকা দাবি করে। কিন্তু রাকিব সরকার চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওইদিন সন্ত্রাসীরা তার চেম্বারের সামনে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাকে হুমকি দিয়ে চলে যায়। এরপর তার কাছে প্রতিনিয়ত মোবাইল ফোনে চাঁদা দাবি করা হয়। কিন্তু তিনি চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা শনিবার রাতে লক্ষ্মীপুর এলাকায় তার বাড়িতে হামলা চালায়।
রাকিব সরকার অভিযোগ করেন, এসময় সন্ত্রাসীদের প্রত্যেকের কাছেই পিস্তল ছিল। ওই পিস্তল দিয়ে তারা বাড়ির ভেতরেই পাঁচ থেকে ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে। তারপর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ ৩৭ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন সেট ও বাড়ির নারীদের স্বর্ণালঙ্কারসহ প্রায় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
তবে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আর থানার আশেপাশে কোনো সন্ত্রাসীও নেই। রাকিব সরকারকে থানায় এসে অভিযোগ দিতে বলেন।’
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৬/মাহবুব