চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে আগুনে পুড়ে মানিক নাথ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আজ ভোররাত ৪টায় এ ঘটনা ঘটে।
মানিক মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তি নাথের সন্তান। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, সিগারেটের আগুন থেকে মানিকের ঘরে আগুন লাগে। ঘুমে থাকার কারণে ঘর থেকে দ্রুত বের হতে পারেনি।
তিনি বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/শরীফ