নাজিমউদ্দিন সামাদ হত্যায় জড়িতদের চিহ্নিত করে আগামী মঙ্গলবারের মধ্যে গ্রেফতার করা না হলে বুধবার উপাচার্য ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে নাজিম হত্যার প্রতিবাদের রবিবার ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে তারা।
এর আগে নাজিম হত্যার প্রতিবাদে সকাল আটটায় বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ফটকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ভবনের ফটকের তালা ভেঙ্গে ফেলে।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে। পরে তারা মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
এসময় বক্তারা বলেন, ধর্মঘট বানচাল করতে ছাত্রলীগের অনেক নেতা-কর্মী ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন। যার ফলে সাধারণ শিক্ষার্থীরা সরাসরি আন্দোলনে আসতে ভয় পাচ্ছেন। নিরাপত্তা নিয়েও তারা শঙ্কিত।
এদিকে সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়কারী ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন বলেন, নাজিম হত্যাকারীদের গ্রেফতারে জবি প্রশাসনের কোন তৎপরতা নেই। আগামীকাল সোমবার ও মঙ্গলবারের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারে অগ্রগতি না পেলে বুধবার উপাচার্য ভবন ঘেরাও করা হবে।
কোতয়ালী থানার ওসি আবুল হাসান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, হত্যাকারীদের গ্রেফতারে ব্যবস্থা নিতে পুলিশের ওয়ারী জোনের ডিসিকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া হত্যাকারীদের গ্রেফতারে সব ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৯