জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগে সমাজ ও মানসিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের দেওয়ালিকা উন্মোচন করা হয়েছে। রবিবার বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের স্টাডি ট্যুরের স্বচিত্র প্রদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই কার্যক্রম তুলে ধরা হয়। এসময় বাংলাদেশের অপরূপ কিছু দৃশ্য এবং নিজ সম্পদের সদ্ব্যবহারের প্রেষণামূলক চিত্র তুলে ধরা হয়। এছাড়াও মনোবল শক্ত ও সঠিক লক্ষ্য স্থিরের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করার উদাহারণ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোস্তফা হাসান ও অধ্যাপক মো. আনোয়ার হোসেন। দিকনির্দেশনায় ছিলেন একই বিভাগের শিক্ষক মো. জাফর ইকবাল, মিফতাহুল বারী ও মুহাম্মদ শহিদুল হক।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল, ২০১৬/ রশিদা