চট্টগ্রামে প্রবাসীর স্ত্রী পারভিন আকতারকে খুনের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আবু তৈয়ব রানা। রবিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আলমের আদালতে হাজির করা হলে রানা খুনের সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, খুনের ঘটনার সাথে জড়িত রানাকে শনিবার হাটহাজারী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রবিবার বিকেলে আদালতে হাজির করা হলে সে ঘটনার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
প্রসঙ্গত, গত ৫ মার্চ রাতে বায়েজীদের রউফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন পারভিন আক্তার। খুনের পর ঘরের স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বেশকিছু মালপত্র লুটপাট করে নিয়ে যায় ঘাতকরা।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/ এস আহমেদ