বরিশালের গৌরনদী উপজেলা থেকে শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আজাদুল ইসলাম, গৌরনদী উপজেলার সভাপতি সবুজ হাওলাদার, শিবির কর্মী আব্দুল্লাহ আল জুবায়ের, মামুন বেপারী, আবু সালেহ, জিহাদুল ইসলাম, আজিজুর রহমান, মো. তামিম, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, মনিরুল ইসলাম, শরীফ মৃধা ও পটুয়াখালি জেলা ছাত্রশিবিরের বায়জিদ মাতুব্বর।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, নাশকতার পরিকল্পনা করতে উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একটি কক্ষে গোপন বৈঠক করছিল শিবিরের ওই নেতাকর্মীরা। এসময় সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/শরীফ