বরিশাল সদর উপজেলার তালতলী এলাকা থেকে ১০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কীর্তনখোলা নদী তীরবর্তী এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড বরিশাল স্টেশনের গোয়েন্দা স্টাফ আ. সত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিফ আরএ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ১০ মণ জাটকা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ জাটকা দুস্থদের মাঝে বিতরণের প্রস্তুতি চলছি বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/শরীফ