রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে নগরীর আশরতপুর কামারের মোড় এলাকায় বাসের নিচে চাপা পড়ে আব্দুল খালেক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
সোমবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক(এসআই) এরশাদ আলী জানিয়েছেন।
তিনি জানান, ‘রাস্তা পারাপারের সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুমাইয়া পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই ব্যবসায়ী খালেক মারা যান’।
এ আশরতপুর বাজারের দোকানি আব্দুল খালেক (৩৫) মারা যান বলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক(এসআই) এরশাদ আলী জানিয়েছেন।
নিহত খালেক আশরতপুর এলাকার আহমেদ আলীর ছেলে। আশরতপুর বাজারে তার একটি দোকান রয়েছে।
এসআই আরও জানান, ‘ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করলেও চালক ও সহকারি পালিয়ে গেছে।
এ ঘটনার প্রতিবাদে ও চালকের গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসি অবরোধ তুলে নেওয়ার পর বেলা ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৬/মাহবুব