রাজশাহী মহানগরীতে সদ্য দাফন করা এক নারীর মৃহদেহ কবর থেকে চুরির চেষ্টা করা হয়েছে। রবিবার গভীর রাতে নগরীর শাহ মখদুম থানার রায়পাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত চোরেরা লাশটি চুরি করে নিয়ে যেতে পারেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় নগরীর বাগানপাড়া এলাকার এক মৃত নারীকে ওই কবরস্থানে দাফন করা হয়। পরে ওই নারীর এক ছেলেসহ কয়েকজন আত্মীয় স্বজন সোমবার ভোরে কবরটি জিয়ারত করতে যান। এ সময় তারা কবরের ওপরের মাটি সরানো এবং বাঁশের পাটাতনও এলোমেলা অবস্থায় পান। খোলা ছিল কবরের চারপাশে দেওয়া বেড়াও। এছাড়া কবরের ভেতরে ওই নারীর লাশটিও অন্য দিকে ঘোরানো অবস্থায় ছিল। পরে তার লাশটিকে ঠিকভাবে রেখে কবরের ওপরে পাটাতন সাজিয়ে আবারও মাটি দেওয়া হয়।
লাশটি অক্ষত অবস্থায় থাকায় স্থানীয়রা ধারণা করছেন, এটি কোনো জন্তুর কাজ নয়। চোরেরা লাশটি চুরির চেষ্টা চালিয়েছিল। তবে কোনো কারণে তা না পেরে কবরটি এভাবেই ফেলে রেখে চোরেরা পালিয়ে যায়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহমুদ হাসান জানান, তারা মনে করছেন লাশটি চুরির চেষ্টা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৬/মাহবুব