সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে তাকে ফের কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেট দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান এ আদেশ দেন।
সিলেট দ্রুত বিচার আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যা মামলায় আরিফ ১৫ দিনের জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষের পথে। এজন্য আরিফ নিজের অসুস্থতা এবং তার মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন। শুনানি শেষে বিচারক আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেন। আর জামিনের মেয়াদ বর্ধিত না হওয়ায় তাকে ফের কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা ও বিস্ফোরক মামলা থেকে ১৫ দিনের জামিন পেয়ে গত ২৮ মার্চ কারামুক্ত হন আরিফ।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৬/মাহবুব