চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ৮০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল বলেন, সাতকানিয়া উপজেলা থেকে এক জামায়াত কর্মীসহ বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ৬৯ ও নিয়মিত মামলার ১০ আসামিসহ মোট ৮০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৬/মাহবুব