চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ আব্দুল হাকিম মাঝি (৩৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বায়েজিদ থানার আরেফিন নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আব্দুল হাকিম মাঝি কক্সবাজারের মহেশখালী উপজেলার মোরাকাটা গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, আব্দুল হাকিম একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। সে অস্ত্র বিক্রির জন্য আরেফিন নগর এলাকায় এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি। অস্ত্র কার কাছে বিক্রি করতে এনেছিল সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৬/মাহবুব