সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এক প্রসূতি সোমবার সকাল থেকে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তার খোঁজ মিলেছে ওসমানী থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এনিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তোলপাড় সৃষ্টি হয়েছে।
রোজিনা বেগম (২৩) নামের ওই প্রসূতি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ফাতেমানগরের আফাজ উদ্দিনের স্ত্রী।
আফাজ উদ্দিন জানান, গত রবিবার দিবাগত রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী রোজিনা বেগম এক ছেলে সন্তানের জন্ম দেন। সোমবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে রোজিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নবজাতককে রেখে রোজিনা উধাও হয়ে যান। পুরো হাসপাতাল খুঁজে তাকে না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করেন। আত্মীয়-স্বজন মিলে নগরীর বিভিন্ন বাস টার্মিনাল ও হাসপাতালেও খোঁজ করতে থাকেন। সকাল ১১টা ২ মিনিটের সময় নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজের হাসপাতালের ৮নং ওয়ার্ডে গিয়ে রোজিনাকে পাওয়া যায়। আফাজের দাবি দালালচক্রের সদস্যরাই তার স্ত্রীকে ওসমানী থেকে রাগীব রাবেয়া হাসপাতালে নিয়ে যেতে পারে।
রোজিনা জানান- হাসপাতালের বাথরুম থেকে বের হওয়ার পর দুইব্যক্তি তাকে চিকিৎসার কথা বলে রাগীব রাবেয়া মেডিকেলে নিয়ে গেছে। এছাড়া আর কিছু মনে নেই তার।
ওসমানী হাসপাতাল থেকে উধাও হওয়া প্রসূতি রোজিনাকে রাগীব রাবেয়া মেডিকেল থেকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের নিরাপত্তায় থাকা এসআই ইব্রাহিম খলিল।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন