সাভারে হ্যাভেন ফ্যাশন নামে একটি তৈরী পোশাক কারাখানার ব্যবস্থাপনা পরিচালককে গুলি করে ১২ লাখ ৫২ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকেলে সাভারের বলিয়াপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এসময় ছিনতাইকারীদের গুলিতে আহত মোঃ শওকত আলীকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শওকত আলী মিরপুর থেকে শ্রমিকদের বেতনের জন্য টাকা নিয়ে সাভারের হেমায়েতপুর এলাকায় হ্যাভেন ফ্যাশনে ফিরছিলেন। পথে বলিয়াপুর এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তার ব্যবহৃত প্রাইভেটকারকে চাপ দেয়। এসময় গাড়িটি মহাসড়কের পাশে থেমে পড়লে ছিনতাইকারীরা এলোপাথারী গুলি ছুঁড়তে থাকে। একপর্যায়ে ওই ব্যবসায়ীর নিকট একটি ব্যাগে থাকা টাকাগুলো ছিনতাই করে পালিয়ে যায়।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, এধরণের কোন ঘটনা আমার জানা নাই। তবে এ বিষয়ে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন