নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় দায়ের করা দুই মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনসহ সাতজন সাক্ষীকে জেরা করেছেন আসামি তারেক সাঈদ ও নুর হোসেনের আইনজীবী।
সোমবার সকাল সাড়ে ৯টা হতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গ্রেফতারকৃত ২৩ আসামির উপস্থিতিতে জেরা শুরু হয়। পরে দুপুর ১টায় জেরা শেষ হলে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহনের জন্য ১৮ এপ্রিল সোমবার দিন ধার্য করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুন মামলায় আদালতের নির্ধারিত সাক্ষ্য গ্রহণের দিন আজ (১১ এপ্রিল)। সাতজন সাক্ষীকে দুই আসামির আইনজীবী জেরা করেছেন। কার্যক্রম চলছে। সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহন নির্ধারন করেছেন আগামী সোমবার ১৮ এপ্রিল।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ