বরিশাল মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল আবিদ হাসান (কন. নং-৮০১) আত্মহত্যা করেছে। সোমবার সকালে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ময়না তদন্ত শেষে আজ বিকেলে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আবিদ ব্যাপ্টিস্ট মিশন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম হাওলাদারের ছেলে। দুই বছর আগে পুলিশে যোগদান করেছিলেন তিনি।
ওসি বলেন, সম্প্রতি সে দ্বিতীয় বিয়ে করে। এ কারণে প্রতিদিন তার পরিবারে কলহ লেগেই থাকতো। এ ঘটনার জের ধরে সে আত্মহত্যা করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে আবিদের পরিবারের কোন সদস্য মন্তব্য করতে রাজি হননি।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন