কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন- মহিউদ্দিন জুয়েল, মোহাম্মদ কামাল, মোহাম্মদ আজিজ, আলাউদ্দিন ও এস এম পেয়ারু।
সোমবার বেলা দেড়টায় রাউজান উপজেলার নয়ারহাট এলাকায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ডা. শাহাদাতের।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ডা. শাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ ১ম মাজারে জিয়ারত করতে যান। প্রায় ছোট-বড় দেড়শ’ গাড়ি সহকারে তার অনুসারীদের নিয়ে জেয়ারত শেষে ফেরার পথে গাড়ি বহরে হামলা চালায় নয়ারহাট এলাকার একদল ছাত্রলীগ নেতাকর্মী। এতে গুরুতর আহত হন ছাত্রদল ও বিএনরি অন্তত ৫জন কর্মী।
হামলা প্রসঙ্গে ডা. শাহাদাত বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে নগরীতে আসার পথে গাড়ি বহরের একটি মিনি ট্রাক আটকিয়ে হামলা চালানো হয়। আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাইলে তারা আমাদের কর্মীদের রক্ষার জন্য এগিয়ে আসে। পুলিশের উপস্থিতিতে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আসে।’
এদিকে চট্টগ্রাম রেঞ্জের এসপি এ কে এম হাফিজ আক্তার জানান-এ ধরনের একটি খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের সদস্যদের পাঠানো হয়। এ সময় ব্যস্ততম চট্টগ্রাম-রাঙ্গুনিয়া সড়কে যানজটের সৃষ্টি হলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে আহতের খবরাখবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন