রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে সাততলা একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে হাসনা (১৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে নিউ এলিফ্যান্ট রোডের ২২৩ নম্বর বাড়িটি থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয় তার।
হাসনা কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার রোকন মিয়ার মেয়ে। তিনি সায়েন্স ল্যাবরেটরি সংলগ্ন ডিসিএস রোডের সাততলা একটি বাড়িতে হারুন নামে এক ব্যক্তির গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।
রাত সাড়ে ৯টার দিকে লাফিয়ে পড়লে তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কিন্তু রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিউমার্কেট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ বলেন, হাসনা কাজ করেন এক বাসায়। আর লাফিয়ে পড়েছেন আরেক বাসা থেকে, তাও মোবাইল ফোনে কথা বলতে বলতে। তিনি এ বাসায় কেন এসেছেন বা কোথায় থাকেন জানা গেলেই এ বিষয়ে কিছু ধারণা করা যাবে।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন