রাজশাহীর বাঘায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার কেশবপুর এলাকা থেকে বাঘা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মুক্তার হোসেন ও বিদ্যুৎ।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়ে রাজশাহী শহরে নেওয়া হয়। এরপর ঢাকায় নিয়ে শান্ত ইসলাম তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্কুলছাত্রীর বাবা মোবাইল ফোনে খবর পেয়ে তার মেয়েকে উদ্ধার করে সোমবার রাতে বাঘা থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে মুক্তার হোসেন ও বিদ্যুৎকে রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, আটক দু'জনকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন