চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ২ নম্বর ঘাট এলাকায় ট্রাকচাপায় রাসেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল পুরাতন রেলওয়ে কোলনির বাসিন্দা শফিউল্লাহর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, ‘সদরঘাট থানার ২ নম্বর ঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় রাসেল গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।'
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন