কারাবন্দী ও অসুস্থ মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসার ব্যবস্থাসহ অবিলম্বে তার মুক্তির দাবি করেছেন দেশের বিশিষ্ট নাগরিকগণ।
এক সময়ের জনপ্রিয় ছাত্রনেতা চাকসুর জিএস, ডাকসুর দু’বারের ভিপি, মান্না একজন দেশপ্রেমিক সুপরিচিত রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, কলাম লেখক, গণতন্ত্র ও মানবাধিকার কর্মী। তাকে আটক করে মানসিক নির্যাতন চালানো হচ্ছে। তিনি কারাগারে অসুস্থ, তার সুচিকিৎসার ব্যবস্থা না করায় দেশের সকল নাগরিকরা উদ্বিগ্ন।
লিখিত বিবৃতিতে বলা হয়েছে, এক বছরের অধিক সময় মান্না কারাগারে বিনা বিচারে বন্দী জীবন অতিবাহিত করছেন। তাকে ডিভিশন দেয়া হয়নি, জামিনও দেয়া হচ্ছে না। বিবৃতিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে মুক্তি দিয়ে তার সুবিচার পাওয়ার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
বিবৃতি প্রদানকারিরা হলেনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, গণস্বাস্থ্যের ট্রাষ্টি সদস্য ডাঃ জাফর উল্যাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্যাহ, নিউ এজের সম্পাদক নূরুল কবীর, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, প্রতিদিনের সংবাদ এর সম্পাদক আবু সাঈদ খান, সাংবাদিক মাহফুজউল্যাহ, সাংবাদিক কাজী সিরাজ, সাংবাদিক গোলাম মোর্ত্তজা, নিউজ টুডের সিটি এডিটর বদিউল আলম, গ্রীণ ওয়াচ এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, সাংবাদিক সালেহউদ্দিন, কবি ও প্রাবন্ধিক জহিরুল হক দুলাল, চাকসু’র সাবেক জি.এস গোলাম জিলানী চৌধুরী, সাংবাদিক খায়রুল আলম বকুল, সাংবাদিক মাহাবুব আলম, কলামিস্ট আবু সালেহ সেকান্দার, সাংবাদিক কামরুজ্জামান কাজল, সাংবাদিক মিজান মাহমুদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, এডভোকেট সদরুল হক সুধা, এডভোকেট ড. জাকির হোসেন ও এ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন