স্বাধীনতা হরণ নয়, বরং নববর্ষ উৎসব নির্বিঘ্ন করতেই কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘বৈশাখের দিন অবশ্যই বিকেল ৫টার মধ্যে উম্মুক্ত স্থানের সব কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে হবে। তবে এরপর বৈশাখের পোশাক পরে সকলে হাটাচলা করতে পারবে ও আনন্দ করতে পারবে।’
তিনি বলেন, ‘কয়েকদিন ধরে একটি কুচক্রী মহল নববর্ষের আনন্দ উৎসবকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। স্পষ্ট করে বলতে চাই, কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি বাঙালির প্রাণের উৎসবকে নষ্ট করতে পারবে না। সকল প্রকার ষড়যন্ত্র নস্যাৎ করে নগরবাসীকে নববর্ষ উযযাপন করতে সর্বাত্তক সহযোগিতা প্রদান করা হবে।’
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শহীদ আক্তার হোসেন বলেন, ‘চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভুভুজেলা বাঁশি বিক্রি ও বাঁজানো নিষিদ্ধ করা হয়েছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি চারশ' রোভার স্কাউট সদস্য মোতায়েন থাকবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, অতিরিক্ত কমিশনার (সিটি) মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার(অপস), যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃঞ্চ পদ রায়, যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম, রমনা বিভাগের উপ কমিশনার আব্দুল বাতেন, গণমাধ্যম শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার ও অতিরিক্ত উপ কমিশনার জাহাঙ্গীর আলম সরকার।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৬/মাহবুব