রাজধানীর বাড্ডার আলাতুন্নেসা স্কুলের গলির একটি দোতলা বাসা থেকে শাহিদা বেগম (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের লাশ উদ্ধারের পর তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার ওসি এমএ জলিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এপ্রিল মাসে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন শাহিদা। সেই যুবকই তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
“শাহিদা আগে মোল্লা টাওয়ারে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী আনিসের সঙ্গে এক বছর ধরে তার সম্পর্ক নেই বলে আমরা জানতে পেরেছি।”
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৬/মাহবুব