রাজধানীর এলিফ্যান্ট রোডে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে মারধর করে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এলিফ্যান্ট রোড প্রাইম ব্যাংক শাখার নিচে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার পারভেজ রানা(২৫) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।
আহত পারভেজ রানার দাবি, তার বড় ভাই উজ্জ্বল হোসেন তাঁকে ৪ লাখ টাকার একটি চেক ভাঙানোর জন্য দেন। তিনি চেকটি ভাঙিয়ে এলিফ্যান্ট রোড প্রাইম ব্যাংক শাখা থেকে টাকা নিয়ে নিচে নামার সঙ্গে সঙ্গে দু'জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁকে একটি সাদা মাইক্রোবাসে তোলেন। এরপর তাঁর হাত-পা বেঁধে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেন। এ সময় তিনি চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।
তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে আগারগাঁওয়ে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে তাঁর মামা রোকনকে খবর দেন। ঘটনাস্থলে রোকন গিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৬/মাহবুব