গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকায় ঢাকা-কালীগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, রাত ২টার দিকে ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আঁধা ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাসের অধিকাংশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বাসটির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ