নারায়ণগঞ্জের ফতুল্লায় ককটেল ফাটিয়ে ডাকাতির চেষ্টাকালে আব্দুর রহিম নামে এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
শনিবার ভোরে ফতুল্লার ভূইগড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ডাকাত রহিমকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার তোতা মিয়ার ছেলে এবং রাজধানীর শনির আখড়ায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে ভূইগড় এলাকায় জৈনক হাজী আব্দুল মান্নানের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এলাকাবাসী ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা পরপর কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একজনকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে এলাকাবাসী তাকে পাঁচটি ককটেলসহ পুলিশে সোপর্দ করে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ডাকাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শহরের ৩০০শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ