খুলনায় এক ভুয়া এএসপিকে (অতিরিক্ত পুলিশ সুপার) আটক করেছে সদর থানা পুলিশ। নিজেকে এএসপি পরিচয় দিয়ে চাঁদা আদায়ের সময় শুক্রবার রাতে নাফিউল সাফিন (২৭) নামে ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
আটক শাফিন রাজশাহীর বোয়ালমারী এলাকার মোস্তাক গাউসুল হকের ছেলে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে খুলনা মহানগরীর সার্কিট হাউজ এলাকায় এক দোকানীর কাছে পাওনা টাকা আদায় করার জন্য শাফিন নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে তার কাছে ফোর্স চান। ঊর্ধ্বতন অফিসার ফোর্স চাওয়ায় ওসি তাকে সহায়তার জন্য এসআই মাহাবুবকে ফোর্সসহ শাফিনের কাছে পাঠান। ফোর্স নিয়ে শাফিন ওই দোকানীর কাছে গিয়ে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করেন। বিষয়টি মাহাবুবের কাছে সন্দেহজনক মনে হলে তিনি ওসিকে অবহিত করেন।
ওসি নিজে ঘটনাস্থলে গিয়ে শাফিনের কাছে তার পরিচয়পত্র দেখতে চান। শাফিন তাকে একটি পরিচয় পত্র দেখান এবং বলেন তিনি বর্তমানে ঢাকার উত্তরা জোনে কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি ঢাকায় যোগাযোগ করেন। ঢাকা থেকে শাফিন নামে কোনো এএসপি নেই জানালে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
রাত আড়াইটার দিকে শাফিনকে গ্রেফতার দেখিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ