ভূমিকম্পে সিলেট নার্সিং কলেজের ছাত্রীনিবাসে শতাধিক ফাটলের সৃষ্টি হওয়ায় ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকালে এ নির্দেশ দেওয়া হয়।
গত বুধবার রাতে সারাদেশে হওয়া শক্তিশালী ভূমিকম্পে ওই নার্সিং কলেজের চারতলা ছাত্রীনিবাসে শতাধিক ফাটলের সৃষ্টি হয়। এ বিষয়ে শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর শুক্রবার বিকেলে ভবনটি পরিদর্শন করেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। এরপর শনিবার সকালে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়।
সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী জানান, ভূমিকম্পে ভবনটিতে বেশ কিছু ফাটলের সৃষ্টি হয়েছে। যেকোনো দুর্ঘটনা এড়াতে ছাত্রীদের হলত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ