পানির দাবিতে রাজধানীর মেরুল বাড্ডায় এলাকাবাসীর রাস্তা অবরোধের পর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। এর প্রেক্ষিতে শনিবার দুপুর পৌনে ১টায় অবরোধ প্রত্যাহার করে নেয় বিক্ষুব্ধ জনতা। রাস্তা অবরোধে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মেরুল বাড্ডায় পানির সমস্যা হচ্ছে। তীব্র গরমে দিনের অধিকাংশ সময় পানি থাকে না। এ নিয়ে এলাকার অনেকে ওয়াসাকে জানালেও কোন সমাধান হয়নি। এ কারণে আজ সড়ক অবরোধ করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, এলাকাবাসীকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ