রাজধানীর আদাবর এলাকায় খাল থেকে মো. রনি (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রনি শরীয়তপুর জেলার গোসাইরহাট এলাকার মো. মোস্তফা বেপারীর ছেলে। বর্তমানে তাদের বাসা আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটির ১০ নম্বর সড়কে।
আদাবর থানা পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরে রামচন্দ্রপুর খালে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মরদেহে আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/ এস আহমেদ