সাভারে শ্রমিকবাহী এক বাসের চাপায় এক শ্রমিক ও যাত্রীবাহী এক বাসের চাপায় এক হেলপারের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো অন্তত ১০ শ্রমিক। তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শনিবার সকালে সাভারের আনোয়ার জং সড়কের কলমার ডাল ও ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল এলাকায় এ পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রুবেল মিয়া (২০)। সে দিনাজপুর জেলার হাকিমপুর থানার পাঠানপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। সে সাভারের ভাটপাড়া এলাকায় ভাড়া থেকে আশুলিয়ার পুর্বসদরপুর এলাকার সামিয়া গার্মেন্টসে আয়রন ম্যান হিসেবে কাজ করতো বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে আশুলিয়ার বাইশমাইল এলাকায় যাত্রীবাহী বাসচাপায় আব্দুল মোমেন নামের (২৫) এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শ্রমিক নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বাস চালকের নাম জানাতে পারেনি পুলিশ। এছাড়া হেল্পার আব্দুল মোমেনের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/শরীফ