রাজধানীর যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে রতন মিয়া (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে দাবি তার স্বজনদের। আজ শনিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান গলির একটি পঞ্চম তলা বাড়ির চতুর্থ তলার জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে রতন মিয়া আত্মহত্যা করে বলে জানায় তার স্ত্রী বিলকিস বেগম।
মুমূর্ষু অবস্থায় রতন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রতন মিয়া মাদকাসক্ত ছিল বলে দাবি করেন তার স্ত্রী। ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবু মিয়া জানান, রতন মিয়ার মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৬/শরীফ